করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে লকডাউন করা এলিকায় নিয়ম নীতি মানতে গাফিলতি দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকলে স্থানীয়দের মাঝে উদাসীনতা দেখা গেছে।
করোনা রোগী শনাক্ত হওয়ায় গেলো কয়েকদিনে ঢাকার অন্তত ৫০টি এলাকা লকডাউন করে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা থেকে কারো বের হওয়ার নিয়ম নেই। এমনকি বের হতে হলে অনুমিত লাগবে যথাযথ কর্তৃপক্ষের।
তবে অনেক এলাকায় লকডাউন চলছে না চলার মতই। এসব এলাকায় বাঁশ ও নানা ধরণের প্রতিবন্ধকতা দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে অন্য সব ধরনের পণ্যের দোকান। লকডাউন যথাযথ না হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
Leave a reply