দেশে করোনার জন্য ডেডিকেটেড আইসিইউ আছে ১১২টি

|

করোনা মোকাবেলায় দেশে বর্তমানে ১১২টি ডেডিকেটেড আইসিইউ আছে। এবং পর্যায়ক্রমে এর পরিধি আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ এক অনলাইন ব্রিফিং-এ এমন তথ্য দেয়া হয়।

ব্রিফিং-এ আরো বলা হয়, ঢাকা মহনগরীর হাসপাতালগুলোতে সর্বমোট
ঢাকাতে ১৫৫০ টি আইসোলেশন বেড ও ঢাকা মহানগরীর বাহিরে ও দেশের অন্যান্য হাসপাতালগুলোতে ৬১৪৩ টি বেড সহ মোট ৭৬৯৩ টি আইসোলেশন বেড আছে।

একইসাথে দেশে করোনার জন্য ডেডিকেটেড ৪০টি ডায়ালাইসিস সেন্টার আছে বলেও জনানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply