পাবনার আইসোলেশন থেকে পলাতক রোগীর সন্ধান মিলেছে দিনাজপুরে

|

পাবনা প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগীর সন্ধান মিলেছে। তাকে এলাকাবাসীর হেফাজতে তার নিজ বাড়িতেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোস্তাক আল মামুন (২৫) নামের ওই যুবক জ্বর, সর্দি
, কাশি ও মাথাব্যথা নিয়ে গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শশুর বাড়িতে যান।

শশুর বাড়ির স্বজনরা তার লক্ষণ দেখে প্রথমে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসা নেয়ার দুইদিন পরে (৭ এপ্রিল) রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়।

এ নিয়ে পাবনা সদর থানায় জিডি দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply