আক্রান্তদের অধিকাংশই মধ্যবয়সী: আইইডিসিআর

|

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ জন এর ভেতরে ১০ বছরের নিচে রয়েছে ৪ জন। এছাড়া অধিকাংশই মধ্যবয়সী বলে জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরিসংখ্যানে দেখা যায় ১০ বছরের নিচে রয়েছে ৪ জন, ১১ থেকে ২০ বছরের ৬ জন, ২১ থেকে ৩০ বছরের ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১৪ জন।

এলাকা ভিত্তিক পরিসংখ্যান বলছে শনাক্ত ৯৪ জনের মধ্যে ঢাকা শহরেই রয়েছে ৩৭ জন। ঢাকা শহরের যাত্রাবাড়ীতে সর্বোচ্চ ৫ জন শনাক্ত হয়। এছাড়া নারায়ণগঞ্জে রয়েছে ১৬ জন।

উল্লেখ্য, ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ৪২৪ জন। মোট মারা গেছেন ২৭ জন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও একজন মহিলা। ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ৭০ বছরের রয়েছেন একজন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আজ শুক্রবার দুপুরে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply