নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে পিরোজপুরের স্বরূপকাঠীতে যাওয়া ১৮ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে যাওয়া মানুষরা করোনাভাইরাস ছড়াতে পারে এই আতঙ্কে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হয় পুলিশ সাংবাদিক সহ ৫ জন। এঘটনায় একটি মামলা হয়েছে স্বরূপকাঠী থানায়।
পুলিশ জানায়, গতকাল নারায়ণগঞ্জ থেকে স্বরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়নে পৌঁছায় ১৮জনকে বহনকারী একটি ট্রলার। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরবর্তিতে প্রশাসকের নির্দেশে ১৮ জনকে কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখার জন্য নিয়ে যাওয়া হয়। এসময় স্থানীয়রা এর প্রতিবাদ জানায়। একপর্যায়ে চেয়ারম্যান সহ অন্যান্যদের উপর হামলা চালায় তারা। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয় সাংবাদিক, পুলিশ সহ ৫ জন। এলাকাবাসীর তিব্র প্রতিবাদের মুখে রাতে ট্রলারেই অবস্থান করেন নারায়ণগঞ্জ ফেরত ওই ১৮ জন। দুপুরে তাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়।
Leave a reply