করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

|

সংক্রামক করোনাভাইরাস কেড়ে নিয়েছে বিশ্বের এক লাখের বেশি মানুষের প্রাণ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার কিছুপর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ স্পর্শ করে। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখের বেশি। এখন প্রতিদিন গড়ে সংক্রমিত হচ্ছেন প্রায় এক লাখ মানুষ!

করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মারা গেছে ১৮ হাজারের অধিক মানুষ। এরপরই যুক্তরাষ্ট্রের অবস্থান। সেখানে মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজার। মৃতের সংখ্যায় এরপরই আছে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য আর চীনের অবস্থান।

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ মানুষ করোনা আক্রান্ত। এরপরই আছে ইতালি। সেখানে ১ লাখ ৫৭ হাজার মানুষ করোনা আক্রান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply