লাখো মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃতিক রোশন

|

ভারতের মুম্বাইয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন।

এর আগে অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানও দুস্থদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

‘অক্ষয় পাত্র’ নামে একটি এনজিও মুম্বাইয়ের পৌরসভার কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন N95, FFP3 মাস্ক। এবার এনজিও ‘অক্ষয় পাত্র’র সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র মানুষকে খাবার দেয়ার কাজে এগিয়ে এলেন হৃতিক রোশন।

এই সংস্থা বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন হতদরিদ্র মানুষের কাছে। এ তালিকায় আছেন বৃদ্ধাশ্রমের মানুষ, দিন আনা-দিন খাওয়া শ্রমিক।

অর্থ দানের পর সংস্থার তরফে টুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। হৃতিকের অর্থ সাহায্যে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে এক লাখ ২০ হাজার মানুষের কাছে।

এই সংস্থা জানিয়েছেন, যতদিন না অবধি লকডাউন স্বাভাবিক হয়, ততদিন তারা খাবার দিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে ও দিনমজুরদের।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply