করোনায় বিতর্কিত সিদ্ধান্ত, বার্সেলোনার ৬ কর্মকর্তার পদত্যাগ

|

করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু দিন ধরে খবরের শিরোনাম হচ্ছে কাতালান ক্লাব বার্সেলোনা। এবার এর জের ধরেই একসাথে পদত্যাগ করেছেন বার্সেলোনার ৬ কর্মকর্তা। আর এই পদত্যাগে চাপের মুখে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতি বার্তেমেউরে।

এরআগে, মেসি-সুয়ারেজদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েও জোর বিতর্ক দেখা দিয়েছে। এরমধ্যেই পদত্যাগ করলেন বার্সেলোনার ছয়জন কর্তা। ক্লাব সভাপতি বার্তেমেউরের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি এমিলি রউসন্ড, এনরিক তম্বাস, সিলভিও ইলিয়াস, মারিয়া টেক্সিডোর হোজে পন্ট এবং জর্দি ক্লাসামিগ্লিয়া।

বর্তমান সময়ে দল পরিচালনা ও মহামারি পরবর্তী পরিস্থিতিতেও বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করেছেন পদত্যাগ করা কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply