শতভাগ নিরাপদ না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট চালু মানে দায়িত্বজ্ঞানহীন কাজ: ফিফা সভাপতি

|

শতভাগ নিরাপদ না হওয়া পর্যন্ত কোন টুর্নামেন্ট চালু করা মানে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এতে ঝুঁকিতে পড়তে পারেন ফুটবল সংশ্লিষ্টরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে বিশ্ব ফুটবল। আন্তর্জাতিক অঙ্গন পুরোপুরি বন্ধ হলেও অনেক দেশে দর্শক শুন্য স্টেডিয়ামে চলছে ঘরোয়া লিগ। তবে করোনার ঝুকিতে এই মুহুর্তে মাঠে ফুটবল চায় না আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছে করোনাভাইরাসের এই সংকট দূর হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া খেলাগুলো চালু করা ঠিক হবে না। এতে করে ফুটবলাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সবার সুস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমি যতই গুরুত্ব দেই, করোনা মোকাবেলায় এটা হয়তো যথেষ্ট নয়। তাই যে কোনো ধরনের খেলার জন্য মানব জীবন ঝুঁকিতে ফেলা কাম্য নয়। পরিস্থিতি শতভাগ নিরাপদ না হলে, খেলা শুরু করা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply