নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৭ জন

|

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৭ জন হয়েছে। এছাড়া মৃত্যুবরণ করেছে ১০জন। এদিকে গতকাল রাত থেকে র‌্যাব ও পুলিশ কঠোর অবস্থান নেয়ায় শহরে জনসমাগম অন্যন্য দিনের তুলনায় কম।

পুলিশ সুপার জাহিদুল আলম জানিয়েছেন, সাতজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাতটি থানা এলাকায় বিভক্ত হয়ে পাড়া মহল্লায় টহল জোরদার করেছে। এদিকে নারায়ণগঞ্জের কর্মরত গামের্ন্টস শ্রমিকরা রাতের অন্ধকারে দল বেধে নিজ নিজ জেলায় চলে যাওয়ায় সেখানে করোনাভাইরাসের অনেকেই আক্রান্ত হচ্ছেন।

পুলিশ সুপার জানিয়েছেন, শহর থেকে যাতে কেউ বেরিয়ে যেতে না পারে সে জন্য পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। নদী পথেও বসানো হয়েছে চেকপোষ্ট। জেলা প্রশাসন জানিয়েছে আইইডিসিআর থেকে দুইটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে অবস্থান করছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করবে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানিয়েছেন, বিভাগীয় কমিশনার ও স্বাস্থ্য বিভাগের সাথে কথা হয়েছে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ থেকেই রোগী রাখার ব্যবস্থা করার জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply