Site icon Jamuna Television

করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
টানা ১০ দিন জ্বর, কফ ও শ্বাস কষ্টের সাথে লড়াই করে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় জেলা শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম (৩৫) মারা গেছে।

প্রয়াতের স্বামী বশির আহমেদ জানান, ৩১ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিল। সে সময় তাকে ঢাকা রের্ফাড করে কর্তব্যরত চিকিৎসক। সে ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট ছিল।

মৃত্যুর খবর পেয়ে ডা. সাখাওয়াত হোসেন এর নেতৃত্ব একটি মেডিকেল টিম তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর কথা স্বীকার করে জানান, করোনা রোগীকে যে ভাবে দাফন কাফন করা হয় তাকে সেভাবেই দাফন করা হবে।

Exit mobile version