করোনা সংকটে ইসরাইলকে সহায়তা করবে তুরস্ক

|

ইসরাইলে কার্গোভর্তি চিকিৎসাসামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে তুরস্ক। করোনা প্রভাবে এই সহায়তার কথা জানায় তুরস্কের সরকার। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওই সকল সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, ফেইস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস।

গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক তেমন ভালো না গেলেও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলকে সহায়তা পাঠাচ্ছে তুরস্ক। মানবিক কারণে ইসরাইলে চিকিৎসাসামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে দেশটি। বিনিময়ে কোনো ধরনের বিলম্ব ছাড়াই তুর্কিশ সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে অনুমোদন দেবে ইসরাইল।

আগামী কয়েক দিনের মধ্যে ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা পাঠাবে বলে নিশ্চিত করেছে তুরস্কের কর্মকর্তারা। আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, এসব সহায়তা নিতে দক্ষিণাঞ্চলীয় ইনসিরলিক ঘাঁটিতে বৃহস্পতিবার তিনটি ইসরাইলি বিমান অবতরণ করবে। তবে এ নিয়ে জানতে চাইলে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো উত্তর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply