ভারতে করোনা পরিস্থিতির আরও অবনতি

|

করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতে। প্রথমবারের মতো দেশটিতে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। ভারতে একদিনে সর্বোচ্চ ৮৭৬ জনের শরীরে মিললো করোনাভাইরাসের উপস্থিতি।

দেশটিতে প্রাণঘাতী মহামারিটির হটস্পটে পরিণত হয়েছে, মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত কোভিড নাইনটিনে মারা গেছেন কমপক্ষে ৯৭ জন, আক্রান্ত ১৩শ’র বেশি। সবচেয়ে ঝুঁকিতে মুম্বাই ও পুনে।

নির্ভরযোগ্য সূত্র অনুসারে, শহরদুটিতে বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এরইমধ্যে, ৩০ এপ্রিল পর্যন্ত অবরূদ্ধ পরিস্থিতির মেয়াদ বৃদ্ধি করেছে ওড়িষা সরকার।

শুক্রবার, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে করোনায় মারা গেছেন ২২৬ জন, আক্রান্ত ৭ হাজারের কাছাকাছি।

প্রতিবেশী পাকিস্তানেও বেড়ে করোনাভাইরাসে প্রাণহানি, সবমিলিয়ে ৬৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে ইমরান খান সরকার। আক্রান্ত সাড়ে ৪ হাজারের মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply