শীতকালীন অলিম্পিকে টিম পাঠাবে উত্তর কোরিয়া

|

শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। এই দলে অলিম্পিকে প্রতিনিধিত্বকারী কর্মকর্তা, খেলোয়াড়, কলাকুশলী থাকছে। থাকছে উত্তর কোরিয়ার তায়কোয়ান্দ টিম, সংবাদকর্মী ও পর্যটক।

দুই কোরিয়া’র মধ্যে বহুল প্রতিক্ষীত শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সময় সকাল ১০টায় পানমুনজাম এলাকায় আলোচনায় বসে প্রতিবেশী এই দু’দেশ।

বৈঠকে, উত্তর কোরিয়ার ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনিফিকেশন বিভাগ- সিপিআরসি’র চেয়ারপারসন রি সন গোওন।

ফেব্রুয়ারিতে আসন্ন শীতকালীন অলিম্পিকে পিয়ংইয়ং’র অংশগ্রহণকে কেন্দ্র করেই দীর্ঘ দু’বছর পর, নীরবতা ভাঙ্গলো প্রতিবেশী দু’দেশ। এবার এ অলিম্পিকের আয়োজক দক্ষিণ কোরিয়া।

কোরীয় উপকূলে চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন আন্তর্জাতিক মহল। সব পর্যায় থেকেই উঠেছে চিরবৈরী দু’দেশের মধ্যে সংকট সমাধানের আহ্বান। পারমাণবিক বোমার পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে, ২০১৫ সালে একক শিল্প এলাকা কেসং-এ বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করে দক্ষিণ কোরিয়া। সেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছে টানাপোড়েন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply