লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ওই রোগী সম্প্রতি নারায়নগঞ্জ থেকে জ্বর, সর্দি-কাশি নিয়ে এলাকায় আসেন।
গত শুক্রবার পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হলে গতকাল শনিবার বিকালে জানা যায় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে লালমনিরহাট নার্সিং কলেজে স্থাপিত করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসন গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ (মোকন্দ দীঘিরপাড় সংলগ্ন) এলাকা লকডাউন ঘোষনা করেছে। আজ পর্যন্ত লালমনিরহাট জেলায় ১৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এরমধ্যে ১০ জনের রিপোর্ট আসে। এরমধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকি ৩ জনের পরীক্ষার রির্পোট এখনো আসেনি।
Leave a reply