পাবনাতে নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরতদের বাড়িতে লাল পতাকা

|

পাবনা প্রতিনিধি :

পাবনার সদর উপজেলার বিভিন্ন গ্রামে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা মানুষদের বাড়িতে বাড়িতে প্রশাসনের লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া কাউকে ওইসকল বাড়িতে ঢোকা বা বের হওয়ার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এছাড়া প্রয়োজনে খাবার পৌছে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন। উল্লেখ্য, প্রশাসনিক তত্বাবধয়ানে ইউনিয়ন পর্যায়েও পৌছে গেছে এই কার্যক্রম। পড়শীরা যাতে কারও মাধ্যমে আক্রান্ত না হন এজন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা মানুষদের বলে দেয়া হয়েছে সকলে হোম কোয়ারেন্টাইনে থাকুন। এলাকাতে কোন ধরনের ঘোরাঘুরির দরকার নেই। কারো কোন ধরনের প্রয়োজন হলে প্রশাসনকে জানান। কিন্তু দয়া করে কারো মৃত্যুর কারন হবেন না।

জয়নাল আবেদিন বলেছেন, পাবনা সদরে উল্লেখিত এলাকা থেকে এসছেন এমন বিশটি পরিবার পাওয়া গেছে। আরও চেষ্টা চলছে খুঁজে বের করার। কোনভাবেই মানুষ যেন আক্রান্ত না হন সেদিকে কঠোর নজরদারি রয়েছে প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply