কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ময়না বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জ্বর, ঠাণ্ডা লাগা ও থাইরয়েডের সমস্যা নিয়ে গত ১০ তারিখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে ।
তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকার মাহাদীপুর গ্রামে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ঠাণ্ডা জ্বরের পাশাপাশি ওই রোগীর কিডনিতেও সমস্যা ছিল । মারা যাওয়া ঐ রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি না এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে তিনি করোনাতে আক্রান্ত ছিলেন কি না । পাশাপাশি তার লাশ সরকারি নির্দেশনা মোতাবেক দাফন করা হবে বলেও জানান সিভিল সার্জন ।
Leave a reply