গত ৭ দিনে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৩০৬ জন বাংলাদেশি

|

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, যশোর
গত ১ সপ্তাহে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ৩০৬ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় তাদের রাখা হচ্ছে। তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে যাদের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে স্বাস্থ্য বিভাগ হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হচ্ছে। গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বেনাপোল কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় মোট ৩০৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মহসিন উদ্দিন জানান, গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ৩০৬ জন ও আজ এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply