যে চার জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে

|

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ তথ্য

করোনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো জন ৪ মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এরমধ্যে ঢাকায় ৬২ জন শনাক্ত হয়।

এ্‌ই ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এনিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।

এদিকে আজ নতুন করে চার জেলায় ছড়িয়েছে করোনাভাইরাস। এসব জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলাগুলো হলো-লক্ষ্মীপুর,লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি। এসব জেলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এইসব জেলায় যে সব রোগী শনাক্ত হয়েছে এরা সবাই গত কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় গিয়েছে।

আজকের ১৩৯ করোনা রোগী শনাক্তের পর দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৬২১ জন। আর মারা গেছেন মোট ৩৪ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply