শীতে স্থবির উত্তরের জনজীবন

|

গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও উত্তরে শীতের প্রকোপ কমেনি। আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে হিমালয় থেকে ধেয়ে আসা শীতল বাতাস। এই শৈত্যপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘরের বাইরে। কষ্টে আছেন বয়স্ক ও শিশুরা। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বৈরি আবহাওয়ায় স্থবিরতা নেমে এসেছে ক্ষেতখামারেও। স্মরণকালের সর্বনিম্ন রেকর্ড হওয়া পঞ্চগড়ের তাপমাত্রা আজ খানিকটা বেড়ে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এছাড়া উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রাও ওঠানামা করছে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply