দেশে পুরুষরাই বেশি করোনা আক্রান্ত

|

গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন করোনা রোগীর শনাক্তের পর দেশে মোট করোনা রোগী হলো ৬২১ জন। এই আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দেশে পুরুষরাই বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

আজ ১৩৯ শনাক্ত রোগীর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। এছাড়া মোট ৬২১ শনাক্তকৃত রোগীর মধ্যে ৪৩৪ জন পুরুষ ও ১৮৭ জন নারী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এছাড়া আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply