রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
মাসুদুর রহমান বলেন, বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকানও প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় থাকবে না।
করোনাভাইরাস প্রতিরোধে ডিএমপি রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত সোমবার ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় ডিএমপি।
সন্ধ্যা সাড়ে ৬টার পর জনগণকে বাইরে বের না হওয়ার জন্য সরকারি নির্দেশনার পরে ডিএমপি তাদের এ সময়সূচি পুনর্নির্ধারণ করেছে।
Leave a reply