সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

|

সাভারে করোনা উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লকডাউন করা হয়েছে একটি বাড়ি। পরে নিহত কিশোরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি জানান, সকাল ৮ টার দিকে সাভারের ছায়াবিথী এলাকার ফারুক মিয়ার বাড়ির ভাড়াটিয়া কনক মিয়ার ছেলে জ্বর, সর্দি, কাশিতে হঠাৎই মারা যায়। খবর পেয়ে নমুনা সংগ্রহ করেন তারা। ফলাফল পেলেই নিশ্চিত হওয়া যাবে আসলে নিহত ওই কিশোরের মৃত্যুর কারণ।

এ ঘটনার পর অধিকতর নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে বাড়িটি লকডাউন ঘোষণা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply