Site icon Jamuna Television

ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। মঙ্গলবার বেলা ১২ টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষদিন ১৮ জানুয়ারি। নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই-বাছাই করবে ২১ ও ২২ জানুয়ারি। ২৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

একই সাথে ঢাকার সাথে যুক্ত হওয়া দুই সিটিতে নতুন ৩৬টি ওয়ার্ডেও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উত্তর সিটিতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন আবুল কাশেম। আর দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ৩০ নভেম্বর মারা যান। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১ ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version