পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ১০ টাকা কেজি ওএমএস চাল বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, চাল কম দেওয়ার অভিযোগে রোববার ভ্রাম্যমাণ আদালত ডিলার মো. আসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, রোববার পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ওএমএস ডিলার মো. আসলাম ৫২০ জনকে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু ডিলার আসলাম ৩০ কেজির বদলে ২৮ কেজি এবং ৫২০ জনের বদলে ১১৩ জনকে চাল দেন।
এসময় একজন কার্ডধারীর চাল ওজন দিলে দেখা যায় ২৮ কেজি চাল। তখন অন্যান্য কার্ডধারীরা ক্ষিপ্ত হয়ে ডিলারকে ঘিরে ধরে পাবনা সদর ইউএনও জয়নুল আবেদীন এবং র্যাবকে বিষয়টি জানায়।
অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলার আসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে চাল বিতরণে কোনো অনিয়ম হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে সতর্ক করা হয়েছে।
Leave a reply