নেত্রকোণায় চার রোগী করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার পর সোমবার দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
দশ এপ্রিল প্রথম দু’জন ও বারো এপ্রিল আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জেলার জন সাধারণকে সর্তক করে দেয়া হয়। জনসাধারণের অবাধ চলাচল কমাতে এবং করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করতে সোমবার দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে জানান, লকডাউনের সময়ে সবাইকে স্ব স্ব ঘরে অবস্থান করতে হবে। এই সময়ে কেউ জেলায় প্রবেশ কিংবা বাইরে যেতে পারবে না। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের গৃহীত নিয়মকানুন মেনে করোনা পরিস্থিতি মোকাবেলায় আহ্বান জানান।
Leave a reply