রাজশাহীতে ৪৩ বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িসহ ৪৩ টি বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করেছে জেলা প্রশাসন।

রোববার রাজশাহীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলে ঐ রোগীর বাড়ির আশপাশ ও তার শ্বশুরবাড়িসহ মোট ৭টি স্থানের ৪০টি পরিবারকে লকডাউন করা হয়। লকডাউন করা হয়েছে দুটি ওষুধের দোকান ও একটি ফিলিং স্টেশন।

এদিকে দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসা ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে সোমবার নতুন করে করোনা সংক্রমিত সন্দেহে একজনকে আইসোলেশন ওয়ার্ড রাজশাহীর সংক্রমিত ব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও ভ্রাম্যমান আদালত তৎপরতা জোরদার করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply