পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, আমি যুবরাজ সিংয়ের প্রতিষ্ঠিত ক্যান্সার নিয়ন্ত্রণ ফাউন্ডেশনের জন্য এর আগে এক হাজার ডলার অনুদান দিয়েছিলাম। তখন পাকিস্তানের প্রত্যেকেই আমাকে সমর্থন করেছিল এবং কেউই বলেনি আপনি কেন ভারতীয় ক্রিকেটারকে এই অনুদান দিচ্ছেন?
২০১২ সালে ক্যান্সার নিয়ন্ত্রণ, ক্যান্সার সচেতনতা, ক্যান্সার রোগীর সহায়তা ও ক্যান্সার প্রতিরোধের জন্য একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যুবরাজ সিং। ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সাবেক এ তারকা ক্রিকেটারের গঠিত সেই ফাউন্ডেশন বর্তমানে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছে।
যুবরাজ সিংয়ের ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, যুবরাজ সিং মানবতার পক্ষে কঠোর পরিশ্রম করছেন এবং আমার সমর্থন সর্বদা তার পক্ষে থাকবে। আমি ভারতের জনগণকে অনুরোধ করব তারা যেন করোনামোকাবেলায় যুবরাজের ফাউন্ডেশনে আর্থিকভাবে সহযোগিতা করে।
Leave a reply