সাভারে ডাক্তার করোনা পজেটিভ, ঢাকায় প্রেরণ

|

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনা পজেটিভ হওয়ায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রাত ১০ টার দিকে তার নমুনার পজেটিভ ফলাফল আসে স্বাস্থ্য কমপ্লেক্সে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। আক্রান্ত ওই চিকিৎসক ১৩ এপ্রিল অথাৎ গতকাল সারাদিন জরুরি বিভাগের দায়িত্ব পালন করেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য তিনিসহ আরও ১০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ৯ জনের নেগেটিভ আসলেও পজেটিভ আসে ওই চিকিৎসকের।

সাভারে এ পযন্ত মোট ৪১টি নমুনা পাঠানো হলেও এই প্রথম শনাক্ত হলো করোনা রোগী।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নাস ছাড়াও বাকীদের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply