বেলারুশকে হিসাবের বাইরে রাখলে ফুটবলবিহীন এক মাস পার করল ইউরোপ। গত ১২ মার্চ গ্লাসগোতে ইউরোপা লিগে মুখোমুখি হয়েছিল রেঞ্জার্স ও বেয়ার লেভারকুসেন। দর্শক উপস্থিতিতে সেটাই ছিল ইউরোপের শেষ ফুটবল ম্যাচ। এরপর করোনার কোপে সব খেলাই বন্ধ হয়ে গেছে। গত এক মাস ধরে লকডাউনে থাকা ফুটবল নিজেই খেলছে অপেক্ষার খেলা! থমকে যাওয়া লিগগুলো এ মৌসুমে আবার কবে মাঠে ফিরবে তা কারও জানা নেই। তবে সব লিগ কর্তৃপক্ষই দেরিতে হলেও মৌসুম শেষ করতে চায়। ক্লাবগুলোও মাঠে ফিরতে উদগ্রীব। করোনার ছোবলে বিশ্বব্যাপী চরম সংকটের মধ্যে ফুটবল মাঠে ফেরানোর প্রচেষ্টায় অনেকে আবার ক্ষুব্ধও। ইতালির ক্লাব ব্রেসিয়ার সভাপতি মাসিমো কেলিনো যেমন সাফ জানিয়ে দিলেন- এ মৌসুমে সেরি-এ লিগ আবার মাঠে গড়ালেও খেলবে না তার দল, ‘মানুষের স্বার্থপরতায় আমি বিস্মিত…।
যারা এরমধ্যেও ফুটবল মাঠে ফিরিয়ে পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে তাদের বলব, ব্রেসিয়ার এসে মৃত্যুর মিছিলটা দেখে যান। আবারও বলছি- যদি ফের লিগ শুরু করা হয়, ব্রেসিয়া খেলবে না। এটা কোনো উস্কানি নয়। যদি আমাদের পয়েন্ট কাটা হয়, অবনমন হয়, তাতেও সমস্যা নেই। সব দায় আমি নিজের কাঁধে নেব। কিন্তু মানব না যে, জীবনের চেয়ে বড় ফুটবল।’
Leave a reply