‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’! করোনার কালবেলায় কবিতার লাইনও এসে পড়েছে বাস্তবের পথেঘাটে। ক্রমাগত লকডাউনে ক্ষুধার জ্বালায় এবার রাস্তায় গড়ানো দুধ ভাগ করে খেতে দেখা গেল মানুষ আর পথকুকুরকে। খবর এইসময়।
ভারতের আগ্রার রামবাগ চৌরাহায় এই ঘটনা দেখা গেছে। তাজমহল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের এক রাস্তায় হঠাৎই উল্টে যায় দুধ বোঝাই গাড়ি। তখন দেখা যায় খিদে মেটাতে পথকুকুরদের সাথে হাতের তালুতে দুধ তুলে খাচ্ছে এক ব্যক্তি। সাথে সাথে একটি পাত্র কিছুটা বাড়ির জন্য নিয়ে যাওয়ার চেষ্টাও করছে।
এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
Leave a reply