এবার লকডাউন রাজশাহী জেলা

|

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

এবার করোনা মোকাবেলায় এবং করোনা সংক্রমণরোধে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

আজ জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং শৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জেলার সাথে অন্য জেলার প্রবেশ ও বাহির হবার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনও পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না এবং জেলার বাহিরে থেকে কেউ জেলার ভিতরে প্রবেশ করতে পারবেন না। এতে সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে ।

তবে লকডাউনে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে। উক্ত আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটিই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply