নড়াইলের লোহাগড়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ১৩ এপ্রিল রাতে জেলার লোহাগড়া উপজেলার একশ’টি পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়।
যশোর সেনাবাহিনীর- ৮ বেঙ্গলের মেজর মঞ্জুরুল দেওয়ানের নেতৃত্বে এসব খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় এই মানুষগুলো সেনাবাহিনীর দেয়া খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এ সময় মেজর মঞ্জুরুল দেওয়ান করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সামাজিক দুরত্ব, মাস্ক পরিধানসহ সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। একইসাথে সকলকে ভীত না হয়ে সচেতন থাকতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, যাদের এখন বাইরে থেকে রোজগার করার সুযোগ নেই এবং পরিবারে খাবারের অভাব। তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিচ্ছেন এই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Leave a reply