ঝিনাইদহে শিশু মৃত্যু: ইউনিয়ন লকডাউন করলো এলাকাবাসী

|

ঝিনাইদহের বিভিন্ন গ্রামে সেচ্ছায় লকডাউন চলছে। এরই প্রেক্ষাপটে এবার সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়ন এর ৮ টি ওয়ার্ডও লকডাউন ঘোষণা করেছে এলাকাবাসী।

গত ৫দিন আগে প্রতিবন্ধী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ১নং শালীয়া ওয়ার্ডকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। এরপর এলাকার যুবসমাজ দ্বারা গঠিত সোস্যাল মিডিয়া গ্রপের সদস্যদের উদ্যোগে পুরো ইউনিয়নকেই তারা লকডাউন ঘোষণা করে। তবে জরুরী যাতায়াত ব্যাবস্থা সচল রেখে, বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।

এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই গ্রাম থেকে বাইরে এবং বাইরে থেকে গ্রামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গ্রামে প্রবেশের সময় জীবানুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে করে কেউ জীবানু নিয়ে গ্রামে প্রবেশ করতে না পারে। এছাড়াও বিতরণ করা হচ্ছে সাবান, জীবানুনাশক ও মাস্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply