টানা দুই দিন আন্দোলনের পর বেতন-ভাতা পরিশোধের আশ্বাস পেয়ে বাড়ি ফিরেছেন সাভারের রাকিব অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। আজ মালিক-শ্রমিক ও পুলিশ প্রশাসনের বৈঠকে পর এ সিদ্ধান্তে আসে শ্রমিকরা।
পুলিশ জানায়, আগামী ৩০ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। এসময় শ্রমিকরা তা মেনে নিয়ে আন্দোলন স্থগিত করে বাড়ি ফেরেন। শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের আগ পযন্ত কারখানা বন্ধ রাখারও সিদ্ধান্ত হয় বৈঠকে। উল্লেখ্য, গত দু’দিন ধরে সাভারের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকার রাকিব অ্যাপারেলসের কয়েক শতাধিক শ্রমিক বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করে আসছিল।
Leave a reply