করোনাভাইরাসের কারণে পহেলা বৈশাখের মতো উৎসবমুখর দিন মাটি হয়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিনই দেশে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছড়ালো। করোনায় ঝরে পড়লো আরও ৭ প্রাণ যা দেশে পর্যন্ত একদিনে সর্বোচ্চ ঘোষিত মৃত্যু।
চিরায়ত পহেলা বৈশাখ এবার আর হলো না। রমনা-চারুকলায় ছিল না রঙ আর উৎসবের ছড়াছড়ি। বর্ণিল সাজে সেজে মণ্ডা-মিঠাই খাওয়ার বাঙালিয়ানা যেন ভোজবাজির মতো উবে দিয়েছে মহামারি করোনাভাইরাস। গ্লানি-জরার পাশাপাশি করোনা দুর্যোগ কেটে যাবে এই প্রার্থনা নিয়ে নতুন বছর শুরু করেছিল বাঙালি জাতি। কিন্তু বছরের প্রথম দিনই আরও ২০৯ জনের নতুন করে করোনা শনাক্তের কথা জানানো হলো। যা এ যাবৎকালে সর্বোচ্চ। ৭ জনের মৃত্যু সংবাদও সরকার ঘোষিত হিসেবে একদিনে সর্বোচ্চ। এত দুঃসংবাদের মাঝে নববর্ষের আমেজ কি আর থাকে? বাংলা নববর্ষের প্রথম দিনটি বোধহয় এরচেয়ে বাজেভাবে শুরু হতে পারতো না।
Leave a reply