রাজধানীতে ৬টি বেসরকারি হাসপাতাল করোনার চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ১৭টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। আরো ১১ ল্যাবের প্রস্তুতি শেষ পর্যায়ে।
কোভিড-১৯ এর জন্য নির্দিষ্ট হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছে বলেও দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আক্রান্ত ও মৃত ডাক্তার নার্সদের প্রনোদনা দেয়ার কাজ চলছে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি জানান, কুয়েত মৈত্রীর যেসব চিকিৎসক সাময়িক বরখাস্ত হয়েছেন তদন্ত করে তাদের অবহেলা প্রমানিত না হলে আবার কাজে যোগ দিতে পারবেন। কুয়েত মৈত্রীতে সন্ধ্যার পর ডাক্তার নার্সদের পাওয়া যায় না এমন অভিযোগগুলো সত্যি না বলে দাবি করেন তিনি।
Leave a reply