ডা. মঈন উদ্দিনের দাফন হবে সুনামগঞ্জে

|

করোনা আক্রান্ত হয়ে মৃত সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের দাফন তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে হবে।

জানা যায়, আজ বুধবার বেলা ২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে লাশ নিয়ে ছাতকের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ডা. মঈন উদ্দিনের।

এদিকে আজ বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। গত ৫ এপ্রিল তার করোনা পজেটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

পরবর্তীতে তার অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply