করোনা চিকিৎসার প্রস্তুতি নিয়ে যা বললেন মন্ত্রী

|

দেশে করোনা চিকিৎসার সবশেষ প্রস্তুতির তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারকে হাসপাতাল হিসেবে প্রস্তুত করছি। সেখানে সাড়ে ৪ হাজার জনকে চিকিৎসা দেয়া যাবে। এছাড়া মুগদা হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিট, উত্তর সিটি করপোরেশন মার্কেটের একপাশে হাসপাতাল তৈরি করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিভাগীয় শহরে ২০০ বেড়ের আইসিইউসহ হাসপাতাল প্রস্তুত রাখা আছে। জেলা শহরে ৫০ থেকে ১০০ বেডের কোভিড হাসপাতাল প্রস্তুত রেখেছি। বেসরকারী হাসপাতালের মালিকরাও এগিয়ে এসেছেন। তাদের সাথেও কথা হয়েছে। দুই/একটা হাসপাতাল নেয়ার জন্য কথাবার্তা হচ্ছে। ভেন্টিলেটর বাড়ানোর চেষ্টা করছি। সারাবিশ্বেই এটার সংকট আছে।

জাহিদ মালেক আরও বলেন, অনেকে পরীক্ষা করতে চাননা। এটা অনেক বড় সমস্যা। আপনি যদি পজেটিভ হন তাহলে আপনি আপনার পরিবারকে আক্রান্ত করবেন, চিকিৎসককে আক্রান্ত করবেন। সেজন্য টেস্ট করাতে হবে। ভয় পেয়ে লুকিয়ে থাকা যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply