ভারতের ৪ রাজ্যে বাদুড়ের শরীরে মিলল করোনাভাইরাস

|

পুরোবিশ্বই করোনাভাইরাসের প্রকোপে দিশেহারা। এই ভাইরাস থেকে বাঁচার জন্য চলছে বিস্তর গবেষণা। তবুও মিলছে না এর প্রতিষেধক।

বিজ্ঞানীরা চেস্টা করছেন করোনাভাইরাসের উৎস জানার। এরইমধ্যে সামনে এল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর চাঞ্চল্যকর রিপোর্ট। আইসিএমআর এর গবেষকরা জানান ভারতের ৪ রাজ্যে দুই প্রজাতির বাদুড়ের মধ্যে করোনভাইরাসের সন্ধান পাওয়া গেছে। খবর জি নিউজ।

বাদুড়কে বহু ভাইরাসের বাহক হিসেবে ধরে আসা হচ্ছে। যেমন নিপা, হেন্দ্র, ইবোলা ছাড়াও আরও অনেক ভাইরাস বাদুড় দ্বারা সংক্রামিত হয়। ১৩ এপ্রিল প্রকাশিত এই গবেষণাপত্রে গবেষকরা বলেছেন, “বাদুড়ে করোনাভাইরাস রয়েছে কিনা তা জানার জন্য ২০১৮-১৯ সালে সংগৃহীত মেডিয়াস ও রাউসটাস প্রজাতির বাদুড়ের লালারস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালান তাঁরা। সেই পরীক্ষায় বাদুড়ের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। কেরালা, হিমাচল, তামিলনাড়ু ও পুদুচেরি- এই ৪ জায়গায় বাদুড়ের উপর পরীক্ষা চালিয়ে রিপোর্ট পজেটিভ আসে।”

উল্লেখ্য, ভারতে প্রায় ১১৭টি প্রজাতির বাদুড় রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply