করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪২ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৫৯৫ জন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply