মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও তার মেয়েসহ ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে পাঁচ দিনে জেলায় মোট ২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো। মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দুপুর সাড়ে বারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম জানিয়েছেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও তার মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে। আইইডিসিআর থেকে আজ সকালে ফোন করে তাকে বিষয়টি জানানো হয়েছে। বাকি তিন জনের মধ্যে মুন্সিগঞ্জের সদর উপজেলায় একজন, লৌহজং উপজেলার দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত পাঁচ দিনে জেলার ছয় উপজেলায় মোট ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আট জন রোগী পাওয়া গেছে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায়।
Leave a reply