জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা কেমন হবে তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে পরিস্কার হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে নয়াপল্টনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মনোভাব এখনও পরিবর্তন হয়নি। মির্জা ফখরুল আরও বলেন, সিইসিসহ নির্বাচন কমিশন দল নিরপেক্ষ নয়। তবে বিএনপি আশা করে ডিএনসিসি উপ-নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে কমিশন। এছাড়াও নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি জানান ফখরুল। শনিবার দলের স্থায়ী কমিটির সভা শেষে ডিএনসিসি উপ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
Leave a reply