স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির পণ্য কালোবাজারির অভিযোগে রংপুর মহানগরীর তালিকাভুক্ত ডিলার আজমল হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজমল হোসেন রংপুর মহানগর যুবলীগের ২৫নং ওয়ার্ডের বহিস্কৃত সভাপতি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি উত্তম প্রসাদ পাঠক জানান, বৃহস্পতিবার বিকেলে নগরীর সাতমাথা থেকে টিসিবির ডিলার আজমল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টিসিবির বিভিন্ন পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হচ্ছে।
এদিকে, কালোবাজারীর তালিকায় আজমল হোসেনের নাম আসায় গত ১২ এপ্রিল রংপুর মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। তার ডিলারশিপ বাতিল করেছে জেলা প্রশাসন।
Leave a reply