ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-(বিআইটিআইডি) রোগী শনাক্ত করেছে।
ফেনী জেলার স্বাস্থ্যবিভাগ থেকে সর্বশেষ তথ্যে জানা গেছে ফেনীতে এখন পর্যন্ত ৯০ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। একজন ছাড়া বাকীদের নেগেটিভ আসছে।
ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ফেনীতে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাগলনাইয়ার ওই গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোরতা অবলম্বন করার নির্দেশনা দেয়া হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশের দুইপাশে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাতে করে পণ্যবাহী পরিবহনে করে যাত্রী যাতায়াত করতে না পারে সেটি দেখা হচ্ছে।
Leave a reply