দেশের ৯০ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম

|

ঝুঁকি নিয়েই করোনার চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসক’সহ স্বাস্থ্যকর্মীরা। এখনও দেশের ৯০ হাজার নিবন্ধিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য সরবরাহ করা যায়নি পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। এরইমধ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

কর্মরত চিকিৎসক ও নার্সদের অনেকেই বলছেন, সরবরাহ আগের চেয়ে বাড়লেও পর্যাপ্ত নয়। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএও বলছে সংকটের কথা। অবশ্য মহাসচিব জানিয়েছেন, ঝুঁকি কমানো ও সংকট সমাধানের চেষ্টা করছে সরকার।

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনউদ্দিন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ এর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসক ও ৬৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে সুরক্ষা সরঞ্জামের অভাবই এর বড় কারন বলে অভিযোগ চিকিৎসকদের।

সরকারি হাসপাতালে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি অনেকটা কমলেও বেসরকারী হাসপাতালে রয়েছে সংকট। সাধারণ চিকিৎসা দিতে গিয়ে এরইমধ্যে মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসকসহ ১৩জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন

বিএমএ বলছে, সরকারি-বেসরকারী পর্যায়ে সুরক্ষা ও চিকিৎসায় সংকট রয়েছে। ঘাটতি পূরনের চেষ্টা করছে সরকার।

চিকিৎসকদের সুরক্ষা, ব্যবস্থাপনার সংকট ও করনীয় নিয়ে সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছে বিএমএ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply