পূর্ব পাকিস্তানের মানুষের দাবিকে সামরিক সরকার উপেক্ষা করার কারণেই ১৯৭১ সালে ভেঙ্গে গেছে পাকিস্তান। তাই কোন আদালতেরই স্বৈরশাসককে প্রশ্রয় দেয়া উচিত নয়। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
মঙ্গলবার পাঞ্জাব হাউজে আইনজীবীদের সাথে বৈঠককালে নওয়াজ এসব কথা বলেন। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবর রহমান বিদ্রোহী নেতা ছিলেন না। বরং পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ে সোচ্চার কণ্ঠ ছিলেন। সেনাবাহিনীর সাথে তার বৈরি সম্পর্কের উদাহরণ টেনে নওয়াজ বলেন পৃথিবীতে এমন নেতাদের সবসময়ই নির্যাতনের মুখে পড়তে হয়েছে। বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান গঠনে বাঙ্গালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেনা সরকার তাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ায় গেলো বছরের জুলাইয়ে পদত্যাগে বাধ্য হন পাকিস্তানের ৩ বারের এই প্রধানমন্ত্রী।
Leave a reply