শরীয়তপুরে আরও এক নারী করোনা আক্রান্ত

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নতুন করে এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। ওই নারী ডামুড্যা উপজেলার বাসিন্দা। এ নিয়ে শরীয়তপুরে ৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা: আব্দুর রশিদ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় , ডামুড্যা উপজেলার আক্রান্ত ওই নারী সম্প্রতি ঢাকা যাতায়াত করেছেন। সন্দেহ করে ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। শুক্রবার রাত ১১টায় আইইডিসিআর এর নমুনার ফলাফল পাওয়া যায়। এতে তার দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। ডামুড্যা উপজেলায় এটাই প্রথম কোন আক্রান্ত রোগী।

এর আগে শরীয়তপুর সদর উপজেলায় একই পরিবারের তিন জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া জাজিরা উপজেলায় আরও দুইজন করোনা রোগী পাওয়া গেছে। ৪ এপ্রিল নড়িয়া উপজেলার ৯০ বছর বয়সী এক ব্যক্তি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৭৩টি যার মধ্যে ৬৭টি নেগেটিভ। করোনা সংক্রমিত জেলা থেকে আসা ব্যক্তির সংখ্যা ৭৩৯ জন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার ঝুঁকি মোকাবেলায় ১৫ এপ্রিল থেকে শরীয়তপুরে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply