রেশন কার্ডের কথা বলে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার ২

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে শুক্রবার রাতে মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকার দরিদ্র অসহায় দিন মজুরদের সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও ২শ’ করে টাকা নেয়ার অভিযোগে দুলাল মিয়া ও ওসমান আলী নামের দু’জন কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, দুলাল মিয়ার নির্দেশে তুরাগ বাসের চালক ওসমান আলী স্থানীয় মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকার প্রায় ৩শ’ অসহায় দরিদ্র দিন মুজুরদের গরীবের ব্যাংক সমিতির মাধ্যমে সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দুই কপি ছবিসহ টাকা নিতে থাকে।

বিষয়টি এলাকার লোকজনের সন্দেহ হলে তারা জিএমপির টঙ্গীর পূর্ব থানা পুলিশকে খবর দিলে পুলিশ মাছিমপুর এলাকায় গিয়ে তাদের কাছ থেকে শতাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, টঙ্গী জোন) মো. শাহাদ হোসেন জানান, এনিয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানায় দু’জনের নামে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে ও তদন্ত করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply