বিশ্বে এমন দিনও আসবে কেউ ভাবতে পারেনি। করোনাভাইরাসের কারণে যখন সবাই ভার্চুয়াল লাইফে অভ্যস্ত হচ্ছে তখনই এক ৩০ বছরের যুবক ‘জীবাণুমুক্ত’ প্রেমিকা খুঁজতে শহরের অলিগলির গাছের সঙ্গে ও দেওয়ালে পোস্টার লাগিয়েছেন। খবর নিউইয়র্ক পোস্ট।
জানা যায়, করোনাভাইরাসের এই সংক্রমণকালীন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের বাসিন্দা ব্রাড ‘জীবাণুমুক্ত গার্লফ্রেন্ড’ চেয়ে রাস্তায় পোস্টারিং করেছেন। পোস্টারে নিজের বিবরণে ‘স্বাস্থ্যবান, আকর্ষণীয় ও ভালো রোজগারকারী’ বলে উল্লেখ করেছেন। সেই পোস্টারে নিজের ইমেল আইডিও দিয়েছেন তিনি।
এমনকি জীবাণুমুক্ত গার্লফ্রেন্ডকে হতে হবে স্বাস্থ্যবান, পরিষ্কার পরিচ্ছন্ন।
নিউইয়র্ক পোস্টকে ব্র্যাড বলেন, ‘লকডাউন শুরু হওয়ার সময় আমি সিঙ্গেল ছিলাম। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কারণে নতুন লোকের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। এটা হুকআপ করার সময় নয়। তাই আমি দীর্ঘমেয়াদের সম্পর্ক চাইছি।’
তবে ‘জীবাণুমুক্ত প্রেমিকা’ কেমন সে ব্যাপারে কিছু বলেননি ব্রাড।
Leave a reply